- অর্থনীতি
- সিলেটে ইউসিবির উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ
সিলেটে ইউসিবির উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, কৃষি-শিল্প এবং কৃষি উদ্যোক্তাদের বিকাশ স্থানীয় কৃষি খাতের পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের জীবিকার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে।
কৃষিতে বিনিয়োগ কেবল খাদ্যনিরাপত্তা ও টেকসই উন্নতির জন্য সবচেয়ে কার্যকরী কৌশল নয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যও অপরিহার্য। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আয়োজিত কৃষি উদ্যোক্তাদের এক সমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন।
কৃষি উদ্যোক্তাদের সহায়তার জন্য ‘ভরসার নতুন জানালা’র আওতায় ৬৪ জেলায় কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন