ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

শর্ট কোড কলসেন্টার চালু করল এস্‌কোয়্যার ইলেকট্রনিকস

শর্ট কোড কলসেন্টার চালু করল এস্‌কোয়্যার ইলেকট্রনিকস

--

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

বাংলাদেশে জাপানের শার্প ও জেনারেল পণ্যসামগ্রীর একমাত্র পরিবেশক এস্‌কোয়্যার ইলেকট্রনিকস লি. সম্প্রতি তাদের হেড অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকসেবার মান বাড়ানোর জন্য নতুন সংযোজন হিসেবে ‘১৬৭৯৪’ শর্ট কোড কলসেন্টার নম্বর চালু করেছে।

এস্‌কোয়্যার ইলেকট্রনিকসের পরিচালক আজমান আরিফ রহমান শর্ট কোড নম্বর উদ্বোধন করেন। সিনিয়র মহাব্যবস্থাপক মনজুরুল করিমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

whatsapp follow image

আরও পড়ুন

×