- অর্থনীতি
- রাজশাহীতে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সম্মেলন
রাজশাহীতে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সম্মেলন

অর্থ পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে এবং অ্যসোসিয়েশন অব এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকার্স ইন বাংলাদেশের (অ্যাকোব) আয়োজনে রাজশাহীতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে রাজশাহীর সব তপশিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।
প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস। সভাপতিত্ব করেন অ্যাকোব চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা।
মন্তব্য করুন