- অর্থনীতি
- মেটলাইফের বীমা সুবিধা পাবেন পারফেটি ভ্যান মেলের কর্মীরা
মেটলাইফের বীমা সুবিধা পাবেন পারফেটি ভ্যান মেলের কর্মীরা

বিশ্বের অন্যতম বৃহৎ ক্যান্ডি ও চুইংগাম জাতীয় পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান পারফেটি ভ্যান মেলের বাংলাদেশ অফিসের কর্মীদের বীমা সুবিধা প্রদান করতে সম্প্রতি মেটলাইফের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির অংশ হিসেবে পারফেটি ভ্যান মেলের ৫৬০ জন কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলরা (পরিবার) চিকিৎসা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন।
বাংলাদেশে মেটলাইফ আটশোর বেশি প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের বীমা সেবা প্রদান করছে। ২০২২ সালে মেটলাইফ এর পলিসি হোল্ডারদের প্রায় ২ হাজার ৫৪৮ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে।
পারফেটি ভ্যান মেলের ব্যবস্থাপনা পরিচালক আশিস কাপুর বলেন, ‘পারফেটি ভ্যান মেলেতে আমরা একটি কর্মপরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে আমাদের সহকর্মীরা নিরাপদ ও আত্মবিশ্বাসী বোধ করবেন। আমি বিশ্বাস করি, আমাদের কর্মীরা এই অংশীদারিত্ব ও মেটলাইফের সেবা থেকে উপকৃত হবেন।’
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ বলেন, ‘জীবনবিমা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আমাদেরকে পারফেটি ভ্যান মেলের কর্মীদের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করার সক্ষমতা দিয়েছে বলে আমি মনে করি।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পারফেটি ভ্যান মেলের ব্যবস্থাপনা পরিচালক আশিস কাপুর ও মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন