- অর্থনীতি
- চার ক্যাটেগরিতে ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইবিএল
চার ক্যাটেগরিতে ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইবিএল

সম্প্রতি রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘ক্যাশলেস ও স্মার্ট বাংলাদেশ অভিমুখে যাত্রা ২০২৩’ শীর্ষক ভিসা লিডারশিপ কনক্লেভে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) চারটি ক্যাটেগরিতে পুরস্কৃত হয়েছে।
ই-কমার্স একোয়ারিং, সাইবার সোর্স পেমেন্ট গেটওয়ে, কো-ব্র্যান্ড কার্ড এবং ক্রসবর্ডার পেমেন্টের ক্ষেত্রে এক্সিলেন্স অর্জনের স্বীকৃতিস্বরূপ ইবিএলকে এই সম্মাননা দেওয়া হয়।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফিতেখারের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন।
মন্তব্য করুন