- অর্থনীতি
- নেপালের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর পক্ষে এফবিসিসিআই
নেপালের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর পক্ষে এফবিসিসিআই

বাংলাদেশের জন্য পরিচ্ছন্ন জ্বালানির অন্যতম উৎস হতে পারে নেপাল। এ মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম। মঙ্গলবার ঢাকায় এফবিসিসিআই কার্যালয়ে সফররত নেপালের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নেপালের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন দেশটির শিল্প বিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) বাবুরাম গৌতম। এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নেপালের শিল্প বিভাগের যুগ্ম সচিব বাবুরাম গৌতম বলেন, অংশীদারিত্বের দিক থেকে বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হচ্ছে। নেপালের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ বেশ কিছু রপ্তানি পণ্যের উচ্চ চাহিদা রয়েছে।
বৈঠকে এফবিসিসিআইর সহসভাপতি খায়রুল হুদা চপল, যশোদা জীবন দেবনাথ, মুনির হোসেন, পরিচালকবৃন্দ, মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআইর আন্তর্জাতিক শাখা প্রধান রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন