ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

শেয়ার বাজার

দিনভর অস্থিরতা কমেছে লেনদেন

দিনভর অস্থিরতা কমেছে লেনদেন

Advertisement
Advertisement

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

পরশু শেয়ারবাজারে বড় পতন হয়। গতকাল সোমবার সূচক ও শেয়ারদরে পতন হয়নি। তবে লেনদেন কমেছে। লেনদেন তিন সপ্তাহেরও বেশি সময় পর ৫০০ কোটি টাকার নিচে নেমেছে। বাজার সংশ্লিষ্টদের অনেকেই মনে করেন আগের দিন পতনের অন্যতম কারণ ছিল যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগের খবর। ওই প্রভাব গতকালের লেনদেনও কিছুটা ছিল।

ঢাকার শেয়ারবাজারের গতকাল কেনাবেচা হওয়া শেয়ারের মোট বাজার মূল্য ছিল ৪৪১ কোটি ২৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে সাড়ে ৫৯ কোটি টাকা কম। এ লেনদেন চলতি সেপ্টেম্বরের সর্বনিম্ন। মাত্র তিন কার্যদিবস আগে এ বাজারে ৮৫৫ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়।

পর্যবেক্ষণে দেখা যায়, বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধি নিয়ে লেনদেন শুরু হয়। প্রথম সোয়া ঘণ্টা শেষে অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধিতে ভর করে প্রধান সূচক ডিএসইএক্স সূচক সাড়ে ৯ পয়েন্ট বেড়ে ৬২৯০ পয়েন্টে ওঠে। অবশ্য এর দুই ঘণ্টা পর দিনের ওই সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ২০ পয়েন্ট হারিয়ে ৬২৭০ পয়েন্টে নামে। শেষ পর্যন্ত প্রায় ২ পয়েন্ট বেড়ে ৬২৮২ পয়েন্টে থামে।

গতকাল ডিএসইতে ৩০০ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। ক্রেতার অভাবে ৯২টির কোনো লেনদেনই হয়নি। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৮২টির দর বেড়েছে, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত ছিল ১৫৬টির। রোববারের দরপতনে ফ্লোর প্রাইসে নেমে আসা ১০ শেয়ারের মধ্যে তিনটি (সিলকো ফার্মা, মেঘনা কনডেন্সন্ড মিল্ক এবং উসমানিয়া গ্লাস) সামান্য দর বেড়ে ফের ফ্লোর প্রাইস ছেড়েছে। ফলে গতকালের লেনদেন শেষে ফ্লোর প্রাইসে পড়ে থাকা শেয়ার সংখ্যা কমে ২৩৭টিতে নেমেছে।

অস্থিরতার মধ্যেও কিছুটা ভালো অবস্থায় ছিল বীমা, খাদ্য ও আনুষঙ্গিক এবং তথ্যপ্রযুক্তি খাত। বীমা খাতের ২৭ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৯টির দর কমেছে এবং অপরিবর্তিত ছিল ৯টির। খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১২ শেয়ারের দর বেড়েছে এবং চারটি করে শেয়ারের দর কমেছে ও অপরিবর্তিত থেকেছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির মধ্যে ৯টির দর বেড়েছে।

একক কোম্পানি হিসেবে সর্বাধিক প্রায় ৯ শতাংশ দর বেড়ে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের দর উঠেছে ২৬ টাকা ৭০ পয়সায়। দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে এমবি ফার্মার শেয়ার, যা সাড়ে ৭ শতাংশ হারে দর বেড়ে সর্বশেষ ৭২৫ টাকা ৬০ পয়সায় কেনাবেচা হয়। তৃতীয় সর্বোচ্চ সোয়া ৬ শতাংশ দর বেড়েছে ওইম্যাপ ইলেক্ট্রোডের। বিপরীতে সোয়া ৪ শতাংশ দর হারিয়ে লিগ্যাসি ফুটওয়্যার ছিল দরপতনের শীর্ষে।

আরও পড়ুন