ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ ক্রিকেটের টিকিট জেতার অফার নগদের

বিশ্বকাপ ক্রিকেটের টিকিট জেতার অফার নগদের

Advertisement
Advertisement

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

ক্রিকেটপ্রেমীদের আনন্দ বাড়িয়ে দিতে মাস্টারকার্ড ও নগদ নিয়ে এসেছে দারুণ অফার। মাস্টারকার্ড থেকে নগদ ওয়ালেটে ৩ হাজার ৪৫০ টাকা বা তার বেশি অ্যাড মানি বা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করে গ্রাহক জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখার টিকিট। ক্যাম্পেইনটি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।

সোমবার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগদ ও মাস্টারকার্ডের এ অফারের মাধ্যমে একজন গ্রাহক সহজেই জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকিট। এ ছাড়া ক্যাম্পেইন শেষে মাস্টারকার্ড অ্যাড মানিতে সর্বোচ্চ লেনদেনকারী একজন ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টে একজন পাবেন ম্যাচ ডে এক্সপেরিয়েন্স ও বিয়ন্ড দ্য বাউন্ডারি টিকিট। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে নগদের মাধ্যমে মাস্টারকার্ডে সর্বোচ্চ বিল পেমেন্টকারী পাবেন মাঠে ক্রিকেট বিশ্বকাপ ট্রফির সঙ্গে সেলফি তোলার ‍সুযোগ। এ ছাড়া মাস্টারকার্ড থেকে নগদে সর্বোচ্চ অ্যাড মানি করা গ্রাহক প্লেয়ার অব দ্য ম্যাচের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায় নগদ ও মাস্টারকার্ড তাদের গ্রাহকদের জন্য দারুণ এ অফার চালু করেছে। ক্রিকেটপ্রেমী গ্রাহকরা সহজে এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পেতে পারেন।’

আরও পড়ুন