ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

বাজেট

কমবে ল্যাপটপের দাম

কমবে ল্যাপটপের দাম

বাজেটে ল্যাপটপের দাম কমবে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ২০:২২ | আপডেট: ১০ জুন ২০২৪ | ০৯:২১

নতুন অর্থবছরের বাজেটে ল্যাপটপ আমদানিতে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। বিপরীতে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। ফলে কমবে ল্যাপটপের দাম। কারণ ল্যাপটপ আমদানিতে সবমিলিয়ে যে করহার ছিল ৩১ শতাংশ তা কমে হবে ২০ দশমিক ৫০ শতাংশ। আগে আমদানি করা ল্যাপটপের ওপর ভ্যাট ছিল ১৫ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ স্লোগান বাস্তবায়নের উদ্দেশে ল্যাপটপ পণ্যটি দেশীয় ভোক্তাদের কাছে সহজলভ্য করতে ও নকল বা রিফারবিশড ল্যাপটপ ক্রয়ের মাধ্যমে প্রতারণার হাত থেকে ক্রেতাদের রক্ষা করতে ল্যাপটপের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করছি। আমদানি পর্যায়ে আরোপিত মূসক প্রত্যাহারের সুপারিশও করছি।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বাজেট প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে আইএসপি প্রতিষ্ঠানের সব সেবাকে আইটিইএস অন্তর্ভুক্তি না করা, তথ্যপ্রযুক্তি খাতে ব্যবহৃত পণ্যের ওপর শুল্ক না কমানো, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের ওপর ১০ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার না করা, ইন্টারনেট সেবার প্রসার ও ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সুগম পথকে বাধাগ্রস্ত করবে।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় বলেছে, মোবাইল সেবায় আরোপিত অতিরিক্ত ৫ শতাংশ সম্পূরক শুল্ক টেলিকম শিল্প ও গ্রাহকদের ওপর বাড়তি চাপ। এর আগে শুল্কের হার ছিল ১৫ শতাংশ। শুল্ক বৃদ্ধির ফলে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীসহ গ্রাহকরা মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে আর্থিক চাপে পড়বে। ফলে মোবাইলের ব্যবহার সংকুচিত হয়ে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে ও সরকারের রাজস্ব কমে যেতে পারে। 
 

আরও পড়ুন

×