স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক
শিল্প পুলিশ পুনর্গঠনের দাবি বিকেমএমইএর
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২২:০০
বর্তমানে বেশ কিছু শিল্পাঞ্চলে বিভিন্ন দাবি দাওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক কারখানা হামলা–ভাঙচুরের শিকার হয়েছে। শিল্প কারখানায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছে পোশাক খাতের নিট ক্যাটাগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ। শিল্প পুলিশকে কার্যকর করতে এ বাহিনীর পুর্নগঠনেরও অনুরোধ জানান সংগঠনের নেতারা।
মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান তারা। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
জানা গেছে, বিকেএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে কোনো সমস্যা তৈরি হওয়ার আগেই শিল্প পুলিশের দেওয়া তথ্য থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়। কিন্তু বর্তমানে পুলিশের এই বিশেষ শাখাটির গতিশীলতা পরিলক্ষিত হচ্ছে না। শিল্প পুলিশকে পুনর্গঠিত করে এর গোয়েন্দা শাখাকে শক্তিশালী করতে উপদেষ্টাকে অনুরোধ জানান তিনি। এছাড়া, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ খাতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী কারখানা থেকে ঝুট নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হট লাইন চালুর অনুরোধ জানান তিনি। এতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়া মাত্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করা ও সহযোগিতা পাওয়া সহজ হবে।
বৈঠকে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ব্যবসায়ীদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি বন্ধের অনুরোধ জানিয়ে পূর্ব শত্রুতার জের ধরে অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হচ্ছে। দেশের অর্থনীতিতে অবদান রাখা এই ব্যবসায়ীরা যেন হয়রানিমূলক মামলার শিকার না হন এবং বিদেশ গমনের ক্ষেত্রে বাধার সম্মুখীন না হন তা নিশ্চিত করতে অনুরোধ জানান তিনি।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, আখতার হোসেন অপূর্ব, মোর্শেদ সারোয়ার সোহেল, মোহাম্মদ রাশেদ, পরিচালক মোস্তফা মনোয়ার ভুঁইয়া ও মিনহাজুল হক।
- বিষয় :
- স্বরাষ্ট্র উপদেষ্টা