ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নগদে এবার ব্যবস্থাপনা পর্ষদ নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের

নগদে এবার ব্যবস্থাপনা পর্ষদ  নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের

লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:৫৭

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এ এবার পাঁচ সদস্যের ব্যবস্থাপনা পর্ষদ গঠন করে দিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নিযুক্ত প্রশাসক ও তার সহায়ক দলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে এ পর্ষদ। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত নির্দেশনা ডাক বিভাগ এবং নগদের প্রশাসক বরাবর পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুরশিদ। অপর চার সদস্য হলেন–ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্চ ফেলো খন্দকার সাখাওয়াত আলী, গবেষণা সংস্থা পিআরআইর পরিচালক ড. বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন এবং পোস্টমাস্টার জেনারেল মো. ফরিদ আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণ এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক ও তার সহায়ক দলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে ব্যবস্থাপনা পর্ষদ গঠন করা হলো। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইনের ক্ষমতা বলে এ পর্ষদ গঠন করা হয়েছে।

ডাক বিভাগের মালিকানা দেখিয়ে ২০১৮ সালে কার্যক্রম শুরু করে নগদ। ২০১৯ সালের ২৬ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর একপর্যায়ে জানানো হয়, নগদ দেশি-বিদেশি ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠান। নগদকে একপর্যায়ে ডিজিটাল ব্যাংক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আকস্মিক সরকার পতনের পর প্রতিষ্ঠানটির পরিচালনার সঙ্গে যুক্তদের অনেকে পালিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক গত ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয়। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার নগদের সাবেক এমডি তানভীর এ মিশুকের বিরুদ্ধে টেলিফোনে হুমকি দেওয়ায় অভিযোগ এনে সম্প্রতি থানায় জিডি করেন। এদিকে বাংলাদেশ ব্যাংক নগদের ওপর একটি ফরেনসিক নিরীক্ষার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে যে পাঁচ প্রতিষ্ঠানের নামে বিদেশি বিনিয়োগ দেখানো হয়েছে, তাদের বিষয়ে তথ্য যাচাই করছে কেন্দ্রীয় ব্যাংক। 

আরও পড়ুন

×