বেশির ভাগ শেয়ারের দর ও সূচক কমেছে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ০০:৩১
সূচক সামান্য কমলেও গত সপ্তাহে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। খাতওয়ারি হিসাবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়েছে। এর বাইরে বাকি প্রায় সব খাতের বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। সঙ্গে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে।
সার্বিক হিসাবে প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২১৯টির দর বেড়েছে, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ছিল ৫২টির দর। এমন চিত্র সত্ত্বেও প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট কমে ৫১৯২ পয়েন্টে নেমেছে। অপেক্ষাকৃত বেশি সংখ্যক কোম্পানির শেয়ারদর বেড়েছে ব্যাংক, প্রকৌশল, ওষুধ ও রসায়ন, সিরামিক, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ খাতে। ব্যাংকিং খাতের ৩৬ কোম্পানির মধ্যে ২০টির দর বেড়েছে, কমেছে আটটির এবং বাকি আটটির দর ছিল অপরিবর্তিত।
প্রকৌশল খাতের ৪২ কোম্পানির মধ্যে ৩২ কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং কমেছে পাঁচটির। ওষুধ ও রসায়ন খাতের ৩৫ কোম্পানির মধ্যে ২২টির দর বেড়েছে এবং কমেছে ১২টির। সিরামিক খাতের পাঁচ কোম্পানির মধ্যে ৪টির, তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির মধ্যে ৮টির, কাগজ ও ছাপাখানা খাতের ৬ কোম্পানির মধ্যে ৫টির এবং টেলিযোগাযোগ খাতের তিন কোম্পানির সবগুলোর দর বেড়েছে। বেশির ভাগ মেয়াদি মিউচুয়াল ফান্ডের দরও গত সপ্তাহে বেড়েছে। বিপরীতে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩ কোম্পানির মধ্যে ১১টির দর কমেছে, বেড়েছে সাতটির। বীমা খাতের ৫৮ কোম্পানির মধ্যে ৩৩টি দর হারিয়েছে, বেড়েছে ১৬টির।
বেশির ভাগ শেয়ারের দর বাড়লেও দর বৃদ্ধির হার ছিল তুলনামূলক কম। দর বৃদ্ধি পাওয়া ২১৯ কোম্পানির শেয়ারের মধ্যে মাত্র ৪৯টির দর ৫ শতাংশ বা এর বেশি হারে বেড়েছে। যেসব শেয়ার দর বৃদ্ধির তালিকার শীর্ষে ছিল, তার বেশির ভাগই দুর্বল মৌলভিত্তির কোম্পানি হিসেবে চিহ্নিত। সর্বাধিক ২৬ শতাংশ দর বৃদ্ধি নিয়ে শীর্ষে ছিল এমারেল্ড অয়েল। কারসাজির মাধ্যমে অস্বাভাবিক হারে দর বৃদ্ধির পর ক্রমাগত দর হারিয়েছিল শেয়ারটি। গত বছরের জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ ১৮৮ টাকায় উঠেছিল। এরপর ধারাবাহিক পতনের মধ্যে গত ২৮ অক্টোবর সরনিম্ন ১৮ টাকা ৬০ পয়সায় নামে। এক মাস ধরে ক্রমাগত এর দর বাড়ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ৩১ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়, যা গত ২৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।
গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় পরের অবস্থানে থাকা কোম্পানির মধ্যে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এইচ আর টেক্সটাইল, ডরিন পাওয়ার, বিআইএফসি, জেনেক্স ইনফোসিস এবং এনআরবি ব্যাংক। অয়েলের মতো এসব কোম্পানির দরও ব্যাপক পতনের পর গত নভেম্বরজুড়ে বাড়তে দেখা গেছে।
- বিষয় :
- শেয়ারবাজার