ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

১৪৩ কোটি টাকা জরিমানা ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে

১৪৩ কোটি টাকা জরিমানা ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩৩

তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার কারসাজির দায়ে বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল করিমসহ ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং এক প্রভিডেন্ট ফান্ডকে ১৪৩ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকাভুক্ত বিডি ফিন্যান্সের ২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, ওরিয়ন ফার্মার ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর এবং ওরিয়ন ইনফিউশনের ২০২১ সালের ২১ জুন থেকে ২০২২ সালের ১২ অক্টোবর পর্যন্ত সময়কালের কারসাজিকে বিবেচনায় নেওয়া হয়েছে।
বিডি ফিন্যান্সের শেয়ার কারসাজির দায়ে ছয় ব্যক্তি এবং তিন প্রতিষ্ঠানকে সর্বাধিক ৭৯ কোটি ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুই দফায় এ কোম্পানির শেয়ার নিয়ে কারসাজিতে জড়িত থাকায় ৩২ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে সমীর সিকান্দার নামের এক ব্যক্তিকে। তিনি প্রটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান।
বিডি ফিন্যান্সের শেয়ার কারসাজিতে দুই দফায় জড়িত থাকায় ২০০৯-১০ সালের শেয়ার কারসাজির অন্যতম হোতা আবু সাদাত মো. সায়েমকে ২১ কোটি ৯০ লাখ টাকা এবং আব্দুল মবিন মোল্লাকে ৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাহের সিকান্দারকে ৫২ লাখ টাকা, আরফা চৌধুরীকে ৩৫ লাখ টাকা, আনিকা ফারহিনকে সাড়ে ৭ কোটি টাকা জরিমানা করা হয়েছে। আইনি বাধ্যবাধকতা থাকার পরও ঘোষণা ছাড়া এ কোম্পানির শেয়ার কেনার দায়ে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে ৮৫ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভানাইজিংকে ৭ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে ওরিয়ন গ্রুপভুক্ত ওরিয়ন ফার্মার শেয়ার নিয়ে কারসাজির দায়ে আমিনুল ইসলামকে ৩ কোটি ২০ লাখ টাকা এবং নাবিল ফিড ও নাবিল নাভা ফুডসকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে।
বিএসইসি জানিয়েছে, একই গ্রুপভুক্ত ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬০ কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বিকন ফার্মার এমডি এমদাদুল করিমকে জরিমানা করা হয়েছে ১৩ কোটি ১৫ লাখ টাকা। এ ঘটনায় সর্বাধিক ১৮ কোটি ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে সোহেল আলম নামের এক বিনিয়োগকারীকে। এছাড়া এখলাসুর রহমানকে ১৪ কোটি ৬০ লাখ টাকা, রিসানা করিমকে ৬ কোটি টাকা, বিকন মেডিকেয়ারকে সাড়ে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিকন ফার্মার কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডকে ২ কোটি ৪৫ লাখ টাকা এবং বিকন ফার্মাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এ কারসাজির ঘটনায়।

আরও পড়ুন

×