ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক

খাতবান্ধব বিধিমালা চায় মোবাইল অপারেটররা

খাতবান্ধব বিধিমালা চায় মোবাইল অপারেটররা

গ্রামীণফোন, বাংলালিংক ও রবির লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০০:১০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৯:৩৯

টেলিযোগাযোগ খাতে যেসব বিধিমালা হচ্ছে, তা এই খাতবান্ধব নয়– দাবি করে খাতবান্ধব বিধিমালা চেয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটরগুলো। মঙ্গলবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ উল বারীর সঙ্গে বৈঠকে এ দাবি জানান অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা। 

রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস, রবির সিইও রাজীব শেঠি, গ্রামীণফোনের ভারপ্রাপ্ত সিইও হোসেন সাদাত, মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার প্রমুখ।

অপারেটরদের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে থাকা কোয়ালিটি অব সার্ভিস গাইডলাইন, ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইন, সংশোধিত টেলিযোগাযোগ আইন, ওটিটি গাইডলাইনসহ কয়েকটি বিধিমালার বিভিন্ন ধারা নিয়ে  আপত্তি জানানো হয়। 

তারা জানায়, কোয়ালিটি অব সার্ভিস গাইডলাইনে কলড্রপের স্ট্যান্ডার্ড ঠিক করা হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ২ শতাংশ পর্যন্ত কলড্রপে ছাড় দেওয়া হয়। এ বিধিমালায় অপটিক্যাল ফাইবার সার্ভিসদাতা দুটি বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফাইবার বিষয়ে বর্তমান নিষেধাজ্ঞার প্রত্যাহার চায় কোম্পানিগুলো। 
অপারেটর প্রতিনিধিরা বলেন, গ্রাহকদের স্বার্থ দেখতে হবে। তবে আইন ও বিধি হতে হবে আন্তর্জাতিক মান অনুসারে। জোর করে কিছু চাপিয়ে দিলেই তা গ্রাহকবান্ধব হবে না। কিন্তু বিগত সময়ে তা-ই করার চেষ্টা হয়েছে। ইন্টারনেট ও কলরেট প্যাকেজেও স্বাধীনতা চান ব্যবসায়ীরা। বর্তমানে এই প্যাকেজের সংখ্যা আছে ৪০টি। চাহিদা অনুযায়ী এটি বাড়ানোর দাবি জানান তারা। 

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বরেন, ব্যবসাবান্ধব বিধিমালা করা হবে। তবে অবশ্যই গ্রাহকদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। তাদের পরামর্শ বিটিআরসি বিবেচনা করবে।

আরও পড়ুন

×