ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

টিসিবির জন্য কেনা হচ্ছে দেড় কোটি লিটার পাম-সয়াবিন তেল

টিসিবির জন্য কেনা হচ্ছে দেড় কোটি লিটার পাম-সয়াবিন তেল

সয়াবিন তেল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৮:২৩

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য প্রায় দেড় কোটি লিটার পাম অয়েল ও সয়াবিন তেল কিনছে সরকার। এর মধ্যে ৩৮ লাখ ১০ হাজার লিটার সয়াবিন এবং ১ কোটি ১০ লাখ লিটার পাম অয়েল কেনা হবে। 

এতে ব্যয় হবে ১৯৬ কোটি ৩৪ লাখ টাকা। এছাড়া ৯৫ কোটি ৯৭ লাখ টাকা দিয়ে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার সয়াবিন ১৪০ টাকা এবং পাম অয়েল ১৩০ টাকা দরে এস আলম সুপার এডিবল অয়েলের কাছ থেকে এসব ভোজ্যতেল কেনা হবে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতি কেজি ৯৫ টাকা ৯৭ পয়সা দরে ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে রাজশাহীর নাবিল নবা ফুডস থেকে। এতে ব্যয় হবে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা। 

আরও পড়ুন

×