টানা ছয় দিন দর পতন শেয়ারবাজারে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ২২:৫৬
শেয়ারদর কারসাজির দায়ে উদ্যোক্তা-পরিচালকদের পরিবারের সদস্যদের বড় অঙ্কের জরিমানা আরোপের পর তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন কোম্পানির শেয়ারদর গত দু’দিনে উল্লেখযোগ্য হারে বেড়েছে। সমাপনী মূল্যের হিসাবে দু’দিনে দর বেড়েছে ১০ শতাংশ। তবে বুধবারের সর্বনিম্ন দর বিবেচনায় বেড়েছে ২০ শতাংশের বেশি।
২০২২ সালের ২১ জুন থেকে ১২ অক্টোবর সময়কালে শেয়ারটির দর মাত্র ৮০ থেকে ৯৮৭ টাকায় ওঠে। অস্বাভাবিক দর বৃদ্ধির ঘটনায় যে তদন্ত হয়েছিল, তার ভিত্তিতে গত মঙ্গলবার বিকন ফার্মার এমডি এবাদুল করিমকে ১৩ কোটি ১৫ লাখ টাকা, তাঁর পরিবারসংশ্লিষ্টসহ ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৬০ কোটি ২১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
পর্যালোচনায় দেখা গেছে, জরিমানা আরোপের পর গত বুধবার শেয়ারটি সর্বনিম্ন ২৬৫ টাকায় কেনাবেচা হয়েছিল। তবে ওই দিনই লেনদেনের মাঝে হঠাৎ দর বাড়তে থাকে এবং সর্বোচ্চ ৩০০ টাকায় কেনাবেচা হয়। গতকাল ৩২০ টাকায় কেনাবেচা শুরু হয়েছিল। তবে শেয়ার বিক্রির চাপে প্রথম আধা ঘণ্টার মধ্যে ৩০০ টাকার নিচে কিছু শেয়ার কেনাবেচা হয়। তবে ফের ক্রয় চাপে দিনের সর্বোচ্চ দরে ওঠে। এমনকি সাড়ে চার ঘণ্টার লেনদেনের শেষ তিন ঘণ্টায় বিক্রেতাশূন্য অবস্থা তৈরি হয়। নতুন করে কেউ আগ্রাসীভাবে শেয়ার কিনে দর চড়িয়েছে– কয়েকটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের কাছ থেকে এমন ধারণা মিলেছে।
কয়েকদিন ধরে সার্বিকভাবে ঢাকার শেয়ারবাজারের লেনদেন কমলেও বুধবারের তুলনায় ৪৭ কোটি টাকার লেনদেন বেড়ে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকায় উঠেছে। এ ক্ষেত্রেও ওরিয়ন ইনফিউশনের লেনদেনের প্রভাব ছিল সবচেয়ে বেশি। গতকাল এ কোম্পানির মোট ৮৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের প্রায় ২৪ শতাংশ। এর মধ্যে মূল বা পাবলিক মার্কেটে ১৬ কোটি ৮৯ লাখ টাকার এবং ব্লক মার্কেটে ৬৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
ওরিয়ন ইনফিউশন ছাড়াও গতকাল আরও তিন কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এমারেল্ড অয়েল এবং মেট্রো স্পিনিং। এসব শেয়ারের দর সাড়ে ৯ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
গুটিকয় কোম্পানির শেয়ারদর উল্লেখযোগ্য হারে বাড়লেও টানা ষষ্ঠ দিনে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। ডিএসইতে এদিন তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৯১টির কম-বেশি কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত থেকেছে ৯১টির দর।
অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট হারিয়ে ৫১০৫ পয়েন্টে নেমেছে। এ নিয়ে গত ছয় দিনে সূচকটি প্রায় ১৩৩ পয়েন্ট হারিয়েছে।
- বিষয় :
- শেয়ারবাজার