ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আলোচনা সভায় বক্তারা

পোশাক খাতে নারীদের সুরক্ষায় নিরাপদ কর্মস্থল অপরিহার্য

পোশাক খাতে নারীদের সুরক্ষায় নিরাপদ কর্মস্থল অপরিহার্য

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ০৪:৩৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ | ২১:৪৬

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। নারী কর্মীরা এই খাতে কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন লাভ করেছে। তবে তারা কর্মক্ষেত্রে বৈষম্য, যৌন হয়রানিসহ কর্মক্ষেত্রের বাইরে বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে নানা সহিংসতার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় নারী কর্মীদের সুরক্ষায় নিরাপদ ও বৈষম্যমুক্ত কর্মস্থল নিশ্চিত করা অপরিহার্য। 

‘পোশাক শিল্পে নারী শ্রমিকের ন্যায্যতা প্রাপ্তি’ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সজাগ কোয়ালিশন ‘লার্নিং টুগেদার: আ জেন্ডার জাস্টিস জার্নি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। গতকাল রোববার ঢাকার ব্র্যাক ইন-এ দিনব্যাপী এ সভার আয়োজন করা হয়। 

বক্তারা বলেন, নারী কর্মীদের সুরক্ষার জন্য নিরাপদ ও বৈষম্যমুক্ত কর্মস্থল নিশ্চিত করা অপরিহার্য। পোশাক শিল্প কারখানায় যৌন হয়রানিসহ নানা সমস্যায় অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তিকরণ ব্যবস্থা শক্তিশালী করা দরকার। নারীদের কর্মস্থলে নিরাপদ যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা এবং মাতৃত্বকালীন ছুটির সময় মজুরি প্রদান আইনানুগভাবে নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যান রাইটসের প্রোগ্রাম ম্যানেজার লায়লা জাসমিন বানু, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক এবং নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য সানজিদা সুলতানা, ইউএনএফপিএ'র জিবিসি ক্লাস্টার কো-অর্ডিনেটর রুমানা খান এবং ক্রিস্টিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিনসহ বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। রপ্তানি আয়ের ৮৩ শতাংশ অর্জিত হয় এ খাত থেকে। এ খাতে প্রায় ২৬ লাখ কর্মী রয়েছে। যাদের মধ্যে ৫৭ শতাংশ নারী কর্মী। নারীরা কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন লাভ করেছে, তবে তারা বৈষম্য, যৌন হয়রানিসহ কর্মক্ষেত্রের বাইরে বিশেষ করে যাতায়াতে নানা সহিংসতার সম্মুখীন হচ্ছেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইথিক্যাল ট্রেডিং লিমিটেডের প্রোগ্রাম ম্যানেজার তাপস বড়ুয়া, সলিডারিটি সেন্টারের সিনিয়র প্রোগ্রাম অফিসার অনিন্দিতা ঘোষ, অ্যাকশন এইডের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মারুফ হোসেন প্রমুখ। 

আরও পড়ুন

×