ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

গৎবাঁধা ধারায় বছরের প্রথম দিনের লেনদেন

গৎবাঁধা ধারায় বছরের প্রথম দিনের লেনদেন

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০২:২৪

নতুন বছরের প্রথম কার্যদিবসে গৎবাঁধা ধারাতেই ছিল শেয়ারবাজার। বুধবার বেশির ভাগ কোম্পানি দর হারিয়েছে। তবে ইসলামী ব্যাংকসহ কয়েকটি কোম্পানির দর বৃদ্ধি সূচকের পতন ঠেকিয়েছে। এমনকি লেনদেন ৩০০ কোটি টাকার ওপর রাখতে কিছু প্রতিষ্ঠান নিজেদের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে শেয়ার কেনাবেচা করেছেন– এমন তথ্যও পাওয়া গেছে।

গতকাল ঢাকার শেয়ারবাজার ডিএসইতে ১৩০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত ছিল ৭৯টির। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ছাড়া বাকি প্রায় সব খাতের বেশির ভাগ শেয়ার দর হারিয়েছে। তারপরও প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সূচক পৌনে ২ পয়েন্ট বেড়ে ৫২১৮ পয়েন্টে উঠেছে। এ ক্ষেত্রে বড় ভূমিকা ছিল ব্যাংকিং খাতের। এ খাতের ৩৬ কোম্পানির মধ্যে ২৩টির দর বেড়েছে এবং কমেছে ৫টির। এতে ডিএসইএক্স সূচকে যোগ হয় ২১ পয়েন্ট। এর মধ্যে ইসলামী ব্যাংকের পৌনে ৫ শতাংশ দর বৃদ্ধি সূচকে যোগ করে ১৫ পয়েন্ট। এর সঙ্গে রবি ও গ্রামীণফোনের সামান্য দর বৃদ্ধিও সূচক ঊর্ধ্বমুখী রাখতে সহায়তা করেছে। তবে গতকাল শেয়ার কেনাবেচার পরিমাণ আগের দিনের তুলনায় সোয়া ৪৩ কোটি টাকা কমে ৩৩০ কোটি ৬০ লাখ টাকায় নেমেছে। তালিকাভুক্ত ৩৯৬ কোম্পানির শেয়ার ও ফান্ডের কেনাবেচা হলেও শীর্ষ ২০ কোম্পানির লেনদেন ছিল মোটের অর্ধেক।

এ দিকে শেয়ারবাজারে থাকা বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিকিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকসে ২৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে বলে গতকাল বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

সংস্থার মুখপাত্র রেজাউল করিম সমকালকে বলেন, ওই তিন কোম্পানির বর্তমান পরিচালনা পর্ষদ বহাল আছে।  স্বতন্ত্র পরিচালকরা সেখানে যুক্ত হবেন। এতে পর্ষদে স্বতন্ত্র পরিচালকরা সংখ্যাগরিষ্ঠ হবেন। পর্ষদ চাইলে বর্তমান চেয়ারম্যানকে বহাল বা নিজেদের মধ্য থেকে নতুন কাউকে নির্বাচন করতে পারবেন। কোম্পানি পরিচালনায় অধিক স্বচ্ছতা আনতে বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসি জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গত ১১ ডিসেম্বর তালিকাভুক্ত কোম্পানিতে বিএসইসি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে বলে সিদ্ধান্ত নেয়। গত ২৯ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়। এর পরই স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বিএসইসি।

আরও পড়ুন

×