ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক

প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বাড়তি ভ্যাট প্রত্যাহারের আশা বাপার

প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বাড়তি ভ্যাট প্রত্যাহারের আশা বাপার

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ২৩:২৯

মোবাইল, ইন্টারনেট, রেস্তোরাঁসহ কয়েকটি পণ্য ও সেবায় বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করেছে সরকার। এবার প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের ওপর বাড়তি ভ্যাট ও শুল্ক কমানোর সম্ভাবনা আছে বলে জানিয়েছেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বাড়তি মূসক ও শুল্ক প্রত্যাহারে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বরেন। 

আহসান খান চৌধুরী বলেন, তারা আগের হারে ভ্যাট ও শুল্ক দিতে চান। এনবিআর চেয়ারম্যান ইতিবাচকভাবে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে ভালো একটা সমাধান আশা করছেন তারা। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্ধিত ভ্যাট ও শুল্কের কারণে বিস্কুটের দাম ১০ শতাংশ বেড়ে যাবে। জুসে প্রায় ২০ শতাংশ সম্পুরক শুল্ক আরোপ হয়েছে। ১৫ শতাংশ ভ্যাট ছিল। তার ওপর আরও ২০ শতাংশ বাড়ানো হয়েছে। ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের তুলনায় বাংলাদেশে ভ্যাটের হার বেশি জানিয়ে তিনি বলেন, খাদ্য পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করতে হবে। 

তিনি বলেন, ‘গত ৯ জানুয়ারি ভ্যাট ও শুল্ক বাড়ার পরেও আমরা এখনও পণ্যের দাম বাড়াইনি। আমাদের লোকসান হচ্ছে। আমরা আশা করছি সরকার দ্রুত বিষয়টি সমাধান করবে।’ 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাপার সভাপতি এম এ হাশেম, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, পারটেক্স স্টার গ্রুপের এমডি আজিজ আল মাহমুদ, রানী ফুড ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ বশির, বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভুইয়া, আকিজ ফুডস অ্যান্ড বেভারেজের পরিচালক সৈয়দ জহুরুল আলম, স্কয়ার ফুড এন্ড বেভারেজ এর চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, বাপার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×