ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

বিটিএমএর নতুন পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ

বিটিএমএর নতুন পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ

সৈয়দ ইশতিয়াক আহমেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৮:৫৪

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক নির্বাচিত হয়েছেন সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে বোর্ড সভায় তাকে পরিচালক পদে নির্বাচিত করা হয়। গত রোববার বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানিয়েছেন। 

দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ ৮০ এর দশক থেকে হবিগঞ্জের নোয়াপাড়ায় পরিবেশবান্ধব সায়হাম টেক্সটাইল মিলস, সায়হাম কটন মিলস, ফয়সল স্পিনিং মিলস, সায়হাম নীট কম্পোজিটসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্প কারখানা পরিচালনা করছেন।

প্রসঙ্গত বাংলাদেশ সুতা প্রস্তুতকারক, বস্ত্রকল,ও নির্মাতাদের প্রতিনিধিত্বকারী জাতীয় বণিক সমিতি হল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এই সমিতি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৪ সালে কোম্পানি আইনানুসারে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক এন্ড ফার্ম অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। এটি দুই বছর মেয়াদে ২৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালক পর্ষদ দ্বারা পরিচালিত হয়।এতে ১ জন সভাপতি ও ৩ জন সহসভাপতি রয়েছেন।

আরও পড়ুন

×