ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সাফিউস সামি আলমগীর পেলেন বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড

সাফিউস সামি আলমগীর পেলেন বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড

বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড নিচ্ছেন টাম্পাকো ফয়লস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ | ০২:৫২

এক্সিলেন্স ইন ইন্ডাস্ট্রিয়াল লিডারশিপ অ্যান্ড ইনোভেশনের জন্য সম্মাননা পেয়েছেন টাম্পাকো ফয়লস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর। শনিবার রাজধানীর একটি তারকা হোটেলে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে সাপ্তাহিক অর্থকণ্ঠ–এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সাফিউস সামি আলমগীর টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এটি ১৯৭৮ সাল থেকে বাংলাদেশের ফ্লেক্সিবল প্যাকেজিং খাতে পথপ্রদর্শক এবং বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। পাশাপাশি তিনি বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএফপিআইএ) সভাপতির দায়িত্ব পালন করছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×