ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কমিউনিটি ব্যাংকের সঙ্গে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু

কমিউনিটি ব্যাংকের সঙ্গে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১২:১৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১২:১৮

কমিউনিটি ব্যাংকের সঙ্গে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যসহ কমিউনিটি ব্যাংকের সব গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। একইভাবে বিকাশ থেকে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে।

কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা এখন দেশের যে কোনো স্থান থেকে ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন লেনদেন করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে। দৈনন্দিন ব্যাংকিং প্রয়োজন মেটাতে এখন ব্যাংক শাখায় যাওয়ার বাধ্যবাধকতা নেই। পাশাপাশি সারাদেশে ছড়িয়ে থাকা কমিউনিটি ব্যাংকের ১৬৫টি এটিএম বুথ থেকে ১ দশমিক ৪৯ শতাংশ হারে ক্যাশ আউট সেবাও নিতে পারবেন বিকাশের সাড়ে পাঁচ কোটি গ্রাহক।

শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের বাণিজ্যিক ব্যাংক কমিউনিটি ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী এবং বিকাশের সিইও কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্ট ও কমিউনিটি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লিংক স্থাপন করতে হবে। এ ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টের কেওয়াইসি তথ্য একই হতে হবে। লিংক স্থাপন হয়ে গেলে বিকাশ অ্যাপের 'অ্যাড মানি' অপশনের মাধ্যমে কমিউনিটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা নেওয়া যাবে। পাশাপাশি কমিউনিটি ব্যাংকের অ্যাপ 'কমিউনিটি ক্যাশ' থেকেও বিকাশ অ্যাকাউন্টে 'অ্যাড মানি' করতে পারবেন গ্রাহক। কমিউনিটি ক্যাশ অ্যাপে নিজের অথবা প্রিয়জনের নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করে এই অ্যাড মানি সেবা নেওয়ার সুযোগ থাকবে।

আবার ব্যাংকে না গিয়ে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের 'ট্রান্সফার মানি'র মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিতে পারবেন। তবে অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত 'ট্রানজেকশন লিমিট' প্রযোজ্য হবে।

অনুষ্ঠানে আইজিপি বলেন, প্রধানমন্ত্রী দুই বছর আগে কমিউনিটি ব্যাংক উদ্বোধন করেছেন। আমরা পুলিশের ব্যাংক করতে চাইনি। আমরা জনগণের জন্য ব্যাংক করেছি। কারণ, পুলিশ কমিউনিটির জন্য, মানুষের জন্য কাজ করে। কমিউনিটি ব্যাংক দুই বছরে অনেক দূর এগিয়েছে। আগামীতে এর গতি আরও ত্বরান্বিত হবে, সন্দেহ নেই।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী বলেন, যাত্রা শুরুর মাত্র দুই বছরের মধ্যে পুলিশ সদস্যসহ অসংখ্য গ্রাহকের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আমরা প্রযুক্তিভিত্তিক আধুনিক সব সেবা যুক্ত করেছি। বিকাশের সঙ্গে এই দ্বিমুখী লেনদেন আমাদের গ্রাহকদের আরও বৈচিত্র্যময় ও সৃজনশীল সেবা নেওয়ার সুযোগ এনে দিল।

বিকাশের চিফ এপিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ সদস্যরা নিরন্তর কাজ করে চলেছেন। কমিউনিটি ব্যাংকের সঙ্গে আমাদের এই যৌথ সেবা তাদের প্রতিদিনের প্রয়োজনসহ যে কোনো জরুরি আর্থিক লেনদেনকে সহজ করবে এবং দূরে থেকেও পরিবার ও স্বজনের পাশে থাকার সুযোগ এনে দেবে।

whatsapp follow image

আরও পড়ুন

×