ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বেসরকারি ব্যাংকে আমানতের সুদ হার বেশি থাকবে: অর্থমন্ত্রী

বেসরকারি ব্যাংকে আমানতের সুদ হার বেশি থাকবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল- ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৯:৫৬

বেসরকারি ব্যাংকে আমানতের সুদ হার সরকারি ব্যাংকের চেয়ে একটু বেশি থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার বিকেলে সচিবালয়ে ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, সব ঋণের সর্বোচ্চ সুদ হার ৯ শতাংশ এবং আমানতের সুদ হার ৬ শতাংশ বাস্তবায়নে সরকার কঠোর থাকবে। এপ্রিল থেকে নতুন সুদ হার কার্যকর করা হবে।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংকে আমানতের সুদ হার একটু বেশি থাকবে। এর কারণ ব্যাখা করে তিনি বলেন, যদি সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকে ডিপোজিটের ক্ষেত্রে সুদ হার ৬ শতাংশ করে দেওয়া হয় তাহলে সবাই সরকারি ব্যাংকে টাকা রাখবে। তাই সরকারি ব্যাংকে ডিপোজিটের সুদ হার হবে সাড়ে ৫ শতাংশ এবং বেসরকারি ব্যাংকে ডিপোজিটের ক্ষেত্রে সুদ হার হবে ৬ শতাংশ। সরকারি-বেসরকারি খাতে অভিন্ন রেট অর্থাৎ ৬ শতাংশ নির্ধারণ করা হলে সবাই চলে যাবে সরকারি ব্যাংকে। এ জন্য আমরা এক্ষেত্রে আধা পার্সেন্ট গ্যাপ রাখতে চাই।

আগে ব্যাংকাররা কথা দিলেও ঋণের সুদ হার এক অঙ্কে আনেননি। এবার করবে কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকাররা সহযোগিতা করবে। সরকারের সঙ্গে ব্যাংকগুলোর কোনো বৈরিতা নেই। ব্যাংকগুলোর তো লস হচ্ছে না। ব্যাংকাররা যদি ৬ শতাংশ সুদে ডিপোজিট পায় তাহলে ৯ শতাংশে ঋণ দিতে পারবে না কেন? আগে করেনি। এবার যাতে করে সে জন্য সরকার এবার অনেক কঠোর হবে।

১ জানুয়ারি থেকে সুদ হার ৯ শতাংশ করার কথা থাকলেও এপ্রিলে পিছিয়ে যাওয়ার কারণ সম্পর্কে মুস্তফা কামাল বলেন, সর্বোচ্চ সুদ হার ৯ শতাংশ এবং আমানতের সুদ ৬ শতাংশ বাস্তবায়নের বিষয়টি প্রথম থেকেই ছিল। কিন্তু এটি ধাপে ধাপে করা হবে বলে প্রথম দিকে সিদ্ধান্ত ছিল। কিন্তু দেখা গেছে, শুধু ম্যানুফ্যাকচারিং খাতে ৯ শতাংশ বাস্তবায়ন করা হলে অনেক শিল্পখাত বাদ পড়ে যাবে। এটা নিয়ে নানা কথা উঠবে। সমালোচনা হবে।

এ সময় শেয়ার বাজার নিয়েও কথা বলেন তিনি। মুস্তফা কামাল বলেন, পূুঁজিবাজারে কেউ লাভবান হবে, কেউ লস করবে- এটাই স্বাভাবিক।

গতিশীল পুঁজিবাজারের জন্য সুশাসনের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, যারা অপরাধ করবে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পুঁজিবাজার হচ্ছে দেশের অর্থনীতির মূল ভিত্তি। এই বাজার যত শক্তিশালী হবে, দেশের অর্থনীতি তত শক্তিশালী হবে। কিন্তু আমাদের এখানে এটা দেখা যায় না। কেন হয় না, সময় এলে বলা যাবে।

আরও পড়ুন

×