ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ব্যাংক আমানত ও ঋণের সুদহারে সীমা তুলে দেওয়ার সুপারিশ

ব্যাংক আমানত ও ঋণের সুদহারে সীমা তুলে দেওয়ার সুপারিশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ২২:১৬ | আপডেট: ০২ জুলাই ২০২২ | ০৭:২৫

ব্যাংক আমানত ও ঋণের সুদহারে সীমা তুলে দেওয়ার সুপারিশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদ। এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাড়তি নজর এবং ধীরে ধীরে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যবস্থা বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এর বাইরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশের ওপর এক পর্যালোচনায় আইএমএফ এমন মতামত দিয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য গত বছরের ডিসেম্বরে আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। ৫ থেকে ১৯ ডিসেম্বর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নীতিনির্ধারকসহ নানা পর্যায়ে কথা বলে তারা। প্রতিনিধি দলের প্রতিবেদনের আলোকে সংস্থাটির নির্বাহী পর্ষদ একটি মূল্যায়ন করেছে। সেখানে বিভিন্ন পরামর্শ উঠে এসেছে।

আইএমএফ বলেছে, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুত পর্যাপ্ত। তবে রিজার্ভ ব্যবহারের ওপর আরও সতর্ক থাকতে হবে। বাংলাদেশে আশাব্যঞ্জক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়ন হচ্ছে। তবে অনিশ্চিত মহামারি, কমহারে ভ্যাকসিন ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি রয়েছে। বাংলাদেশের ঋণ-জিডিপি অনুপাত কম, যথাসময়ে ঋণ পরিশোধ হচ্ছে। দেশের কর ব্যবস্থার আরও উন্নয়ন ও দক্ষতার মাধ্যমে আদায় বৃদ্ধির পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতাসহ বিভিন্ন কারণে চলতি অর্থবছরে দেশের মূল্যস্ম্ফীতি বেড়ে ৫ দশমিক ৯ শতাংশ হতে পারে। মূল্যস্ম্ফীতি ৫ দশমিক ৩ শতাংশের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।

আইএমএফের পূর্বাভাস বলছে, চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে। এ ক্ষেত্রে সরকারের প্রণোদনা তহবিল ও সংকুলানমুখী মুদ্রানীতি ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

×