- সম্পাদকীয় ও মন্তব্য
- ট্রাভেল ব্যাগের ভেতর পাওয়া গেল মানুষের ৮৮ হাড়, গ্রেপ্তার ৩
ট্রাভেল ব্যাগের ভেতর পাওয়া গেল মানুষের ৮৮ হাড়, গ্রেপ্তার ৩

মানব কঙ্কালের বিচ্ছিন্ন ৮৮টি হাড়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলপথ থানা পুলিশ। সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এ অভিযান চালানো হয়। তখন তাদের সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় এসব হাড়। প্রাথমিকভাবে জানা গেছে, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার একটি কবরস্থান থেকে তারা এসব হাড় নিয়ে এসেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আজিজুর রহমান রুবেল নামে একজনের কাছে হাড়গুলো পৌঁছে দিতে এসেছে। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আজিজুর রহমান ঢাকার বিভিন্ন জায়গায় মানব কঙ্কাল বা হাড় বিক্রি করেন। অপর দু'জন তার সহযোগী। মূলত বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের ক্রেতা। পড়ালেখার প্রয়োজনেই তাদের কঙ্কাল প্রয়োজন হয়। যদিও দেশে কঙ্কাল বেচাকেনা বৈধ নয়। এই চক্রটি আগেও একাধিকবার কঙ্কাল এনে বিক্রি করেছে।
তাদের দাবি, এজন্য মাথাপিছু এক বা দুই হাজার টাকা পায় তারা। তবে একটি কঙ্কাল সাধারণত ২০-৩০ হাজার টাকায় বিক্রি হয়। এ ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডে চাওয়া হবে।
মন্তব্য করুন