- সম্পাদকীয় ও মন্তব্য
- অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার আহ্বান
অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার আহ্বান
সুহৃদের গুণীজন সম্মাননা পেলেন তিন কৃতি

দেশাত্মবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন সুহৃদ বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান। ছবি- সমকাল।
‘আমরা নিজ নিজ ধর্ম পালন করব। একইসঙ্গে অন্য ধর্মের মানুষকেও নিজের ভাই-বোন-স্বজন মনে করব। কোনো বিদ্বেষ, কোনো পরশ্রীকাতরতা যেন মনে জায়গা না পায়। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় অনুপ্রাণিত হয়ে সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।’
দেশাত্মবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন সুহৃদ বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শনিবার সকালে রাজধানীর কল্যাণপুরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একাত্তরের বাংলাদেশে কোনো বিভাজন ছিল না। পরিচয় ছিল শুধু একটাই- বাঙালি। বাঙালি- তাকে আশ্রয় দিতে হবে, রক্ষা করতে হবে, সব ধরনের সহায়তা দিতে হবে। তখন মুসলমানের বাড়িতে হিন্দু আশ্রয় নিয়েছেন, হিন্দুর বাড়িতে মুসলমান আশ্রয় নিয়েছেন। সেই বাংলাদেশ আমরা হারিয়ে ফেলেছি পঁচাত্তরের ১৫ আগস্টের ন্যক্কারজনক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে।
তিনি বলেন, সমাজে শান্তির জন্য সন্তানদের সঠিক শিক্ষা দিন। মানুষকে ভালোবাসার শিক্ষা দিন। মনুষ্যত্বের বিকাশ ঘটান। যার মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ব থাকবে সে মানুষের অনিষ্ট করতে পারবে না। আমরা এমন একটা পৃথিবীতে আছি, যেখানে যুদ্ধ থামানোর লোক পাওয়া যায় না। কিন্তু যুদ্ধে উসকানি দেওয়ার লোক আছে।
সাম্প্রতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, চট্টগ্রামে একটি শিশুকে কয়েক টুকরো করে হত্যা করা হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একজন শিক্ষক এক নারীকে চাকায় পিষ্ট করে বহুদূর পর্যন্ত টেনে নিয়ে গেছেন। এটা কি মানুষের কাজ? মানুষ ও অমানুষকে চেনা যায় তার কাজে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নিখিল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরকারি কর্ম কমিশনের সদস্য ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক বিনয় কৃষ্ণ বালা। এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের নতুন কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ অশোক তরু, অধ্যাপক ড. মলয় বালা প্রমুখ।
অনুষ্ঠানে তিন গুণীজনকে সম্মাননা জানানো হয়। তাদের মধ্যে শিক্ষাক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সঞ্জয় অধিকারী, স্বাস্থ্য খাতে ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. প্রীতি চক্রবর্তী এবং সাংবাদিকতায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে সম্মাননা জানানো হয়। শ্যামল দত্তের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সান্ত্বনা চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুহৃদ অর্থ মিত্র, সখা, হিতৈষী। সুহৃদ বাংলাদেশের সূচনা হয়েছিল ২০১৬ সালে। উদ্দেশ্য ছিল সারাদেশ থেকে সৎ, মেধাবী, বিত্তবান এবং আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে সচেতন মানুষদের নিয়ে একটি এলিট ফোরাম তৈরি করা। অর্থ, বিত্ত, চিত্তের সমন্বয়ে সনাতন ধর্মাবলম্বী তথা সব ধর্মের মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়া।
পরে সংগঠনটির ২০২২-২০২৫ সাল মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। এতে নিখিল মৃধা সভাপতি, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় সাধারণ সম্পাদক ও অসীম কুমার ঘোষ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন অধ্যক্ষ অশোক তরু, সহ-সভাপতি হয়েছেন ড. মলয় বালা, অধ্যাপক সুদেব চন্দ্র পাল ও সবিতা রানী খান।
মন্তব্য করুন