রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের চার দিন আগে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন করল সুশাসনের জন্য নাগরিক-সুজন।

বৃহস্পতিবার রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন তথ্য তুলে ধরে।

তাদের দেওয়া তথ্যানুযায়ী ৯ জন মেয়র প্রার্থীর মধ্যে চারজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, তিনজনের স্নাতক, একজন এইচএসসি এবং একজন অষ্টম শ্রেণি পাস। ৯ জন মেয়র প্রার্থীর মধ্যে চারজন ব্যবসায়ী, চাকরিজীবী দু'জন, একজনের পেশা শিক্ষকতা ও একজন আইনজীবী। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা মনোনয়নপত্রে পেশা দেখিয়েছেন মেয়র।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩৩টি ওয়ার্ডে ১৭৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬৪ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। ৩৬ জন এইচএসসি, ২৭ জন এসএসসি পাস। স্নাতকোত্তর ও স্নাতক পাস আটজন। চারজন শিক্ষাগত যোগ্যতার ঘর পূরণ করেননি। ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৭ জন প্রার্থীর মধ্যে এসএসসির কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ২৮ জন, ১৭ জন এসএসসি, আটজন এইচএসসি পাস। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থী আটজন। ২৫৪ জন প্রার্থীর মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৪৬ জন এসএসসি পাস; মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি ৯৩ জন। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থী ৭০ জন। মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে বর্তমানে মামলা রয়েছে।

সুজন রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে রাজু, মহানগর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. নাসিম।