
মেলায় নিজেদের বইয়ের স্টলে সুহৃদরা
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথমবারের মতো উপজেলা প্রশাসন ৩ দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করে। বইমেলায় অন্যান্য স্টলের পাশাপাশি ছিল সমকাল সুহৃদ সমাবেশের স্টল। ১৯ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।
প্রতিদিনই বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পরিদর্শন করে সুহদ সমাবেশের স্টল। ২২ ফেব্রুয়ারি সমাপনী দিনে স্টল ঘুরে দেখেন এবং সুহৃদদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ ছাড়াও স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান, শিক্ষানুরাগী ও সমাজসেবক এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবর আলম ভূঁইয়া, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, নবীন ও প্রবীণ লেখক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সুহৃদ মোনায়েম খান, রাবেয়া খাতুন প্রমুখ স্টলে অবস্থান করেন।
সভাপতি সুহৃদ সমাবেশ কমলগঞ্জ
মন্তব্য করুন