- সম্পাদকীয় ও মন্তব্য
- চ্যাটজিপিটির সঙ্গে পারবে চীনের ‘আর্নি বট’?
চ্যাটজিপিটির সঙ্গে পারবে চীনের ‘আর্নি বট’?

প্রযুক্তি জগতে এখন সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট টুল ‘চ্যাটজিপিটি’। চার মাস আগে যুক্তরাষ্ট্রের একটি ছোট কোম্পানি ওপেনএআইয়ে ‘চ্যাটজিপিটি’ চালু করে ঝড় তুলেছিল। এবার চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘আর্নি বট’ আনল চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ চ্যাটবটটির ঘোষণা দেন বাইদুর প্রধান নির্বাহী রবিন লি।
তিনি বলেন, গত দশক থেকে ‘আর্নি বট’ তৈরির কাজ শুরু হয়েছে। এটি প্রথম উন্মোচিত হয় ২০১৯ সালে। আর্নি বটের সর্বশেষ সংস্করণটি জিপিটি-৪ এর ক্ষমতার কাছাকাছি। এটি দুইদিন আগেই প্রকাশ পেয়েছে।
রবিন বলেন, আর্নি বট ইংরেজির চেয়ে চীনে প্রচলিত ভাষায় বেশি পারদর্শী। এটিতে প্রশ্ন ইনপুট করলে তা সঠিক কিনা চ্যাটবটটি নির্ণয় করতে পারে। একই সঙ্গে আর্নি বট নির্দিষ্ট কয়েকটি ধাপে ব্যবহারকারীকে প্রশ্নের জবাব খুঁজে দিতে সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এ চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। এসব তৈরি হয়েছে চীনা বাজারের কথা বিবেচনায় করে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পরবে। এছাড়া চীনা টেক্সট ব্যবহার করে বিভিন্ন ছবি ও ভিডিও তৈরি করতে পারে এটি। তবে দেশের বাইরের অনেক বিষয়ের প্রশ্নের জবাব দিতে পারবে না এ চ্যাটবটটি।
বাইদুর প্রধান নির্বাহী আর্নি বটের তৈরি করা একটি পোস্টার ও ভিডিও দেখান। ওই ভিডিও দেখা যায়, কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত জায়গা পছন্দ করার পরামর্শ, সায়েন্স ফিকশন উপন্যাসের প্লটকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ ও ম্যান্ডারিনের স্থানীয় উপভাষা সিচুয়ানে শব্দ উচ্চারণ করতে দেখা যায় এ চ্যাটবটকে।
বাইদুর জানান, এরই মধ্যে আর্নি বট ব্যবহার করার জন্য সাড়ে ছয়শ কোম্পানি সাইন আপ করেছে। তবে সর্বজনীন ব্যবহারের জন্য এটি এখনো প্রস্তুত নয়।
তিনি জানান, দ্রুতই চ্যাটবটটিকে প্রতিষ্ঠানটির ‘স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম’ এ যুক্ত করা হবে। প্রথমদিকে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী ইনভিটেশন কোডের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন।
মাইক্রোসফটের পৃষ্ঠপোষকতায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-৪ এর নতুন ভার্সন উন্মুক্ত করার একদিন পরই ‘আর্নি বট’ উন্মুক্ত করলেন বাইদু।
অন্যদিকে, নির্দিষ্ট কয়েকটি একাডেমিক ক্ষেত্রে চ্যাটজিপিটির নতুন ভার্সন জিপিটি-৪ এর পারফরম্যান্সকে মানুষের সক্ষমতার সঙ্গে তুলনা করেছে ওপেনএআই।
এ বিষয়ে চীনা প্রযুক্তি বিশেষজ্ঞ চিম লি আল-জাজিরাকে বলেন, আর্নি বটের সক্ষমতা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। ওপেনএআই জিপিটি-৪ এর লাইভস্ট্রিমিং কনফারেন্স করেছে। কিন্তু বাইদু তা করতে পারেননি।
তিনি বলেন, আর্নি বট নিয়ে ব্যবহারকারীদের প্রত্যাশা অনেকটা চ্যাটজিপিটির মতোই। সে প্রত্যাশা নতুন এ চ্যাটবটটি কতটা পূরণ করতে পারবে সেটি নিয়ে সন্দেহ রয়েছে।
মন্তব্য করুন