- সম্পাদকীয় ও মন্তব্য
- আদালতের সঙ্গে যোগাযোগ করা অসদাচরণ: হাইকোর্ট
আদালতের সঙ্গে যোগাযোগ করা অসদাচরণ: হাইকোর্ট

আদালতের সঙ্গে পুলিশ সুপার যোগাযোগ (ফোন) করায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, বেশি স্বচ্ছতার জন্য কন্টাক্ট করে? এটি পেশাগত অসদাচরণ।
বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ কথা বলেন।
মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের মো. রুবেল হত্যা মামলাটি পুনরায় তদন্তের অগ্রগতি-বিষয়ক শুনানিতে হাইকোর্ট এই মন্তব্য করেন।
শুনানিতে তদন্ত কর্মকর্তার সময়ের আরজির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আগামী ১৭ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন।
মন্তব্য করুন