প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা চাই

বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে সব দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। করোনায় অর্থনীতি টিকিয়ে রাখতে বিভিন্ন স্তরে মোটা অঙ্কের প্রণোদনা দেওয়ার পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে এক লাখ ২৩ হাজার গৃহহীন মানুষকে ঘর উপহার দিয়েছে সরকার। তবে সরকারের এ উদ্যোগগুলো বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহলে, এমনকি সরকারের ভেতরেও নানা সমালোচনা। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দেওয়া ৩৯টি প্রকল্পে দুর্নীতি প্রকাশ পেয়েছে, যার মধ্যে অধিকাংশ গৃহ নির্মাণ করার ক্ষেত্রে সঠিক কোনো পন্থা অবলম্বন করা হয়নি। ভিটেতে ঠিকমতো মাটি দেওয়া হয়নি। সঠিকভাবে পল্গাস্টার করা হয়নি এবং রডের বদলে বাঁশ দেওয়াসহ প্রচুর অনিয়মের অভিযোগ উঠেছে। ঘরহীন মানুষ ঘর পেয়েই হতাশায় নিমজ্জিত। ঘর কখন ভেঙে পড়ে সেই চিন্তায় উদ্বিগ্ন সুবিধাভোগী মানুষ। এসব প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সম্পৃক্ত ছিলেন। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। ওএসডি কি সমাধান? করোনা মহামারিতে সরকার যে প্রণোদনা দিয়েছে সেখানেও লাগামহীন দুর্নীতি হয়েছে। এতে তেমন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি। আবার অধিকাংশ প্রকল্প বেঁধে দেওয়া সময়ে বাস্তবায়ন হয় না। যার ফলে প্রকল্প বাস্তবায়নে নতুন করে অতিরিক্ত বরাদ্দ দিতে হয়। স্বাধীনতার ৫০ বছরে আমরা দেশকে অগ্রগতিতে নিয়ে যেতে চাই। সেজন্য এখন থেকেই দেশে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন চাই।

মো. সায়েদ আফ্রিদী , শিক্ষার্থী, ঢাকা কলেজ


চামড়া নিয়ে সিন্ডিকেট নয়

চামড়া বাংলাদেশের অন্যতম রপ্তানিযোগ্য পণ্য। প্রতি বছর প্রায় ৮০ শতাংশ চামড়া কোরবানির ঈদে সংগৃহীত হয়। কয়েক বছর ধরে চামড়ার প্রকৃত মূল্য পাচ্ছেন না বিক্রেতারা। কিছু অসাধু চক্র সিন্ডিকেট করে নামমাত্র মূল্যে চামড়া কিনে থাকে। এতে অনেকেই লোকসানের সম্মুখীন হন। গত বছর চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই মাটিতে পুঁতে রাখেন, নদীতে ভাসিয়ে দেন। সরকার কোরবানির ঈদ উপলক্ষে ইতোমধ্যে চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। লবণজাত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৪০-৪৫ এবং ঢাকার বাইরে ৩৩-৩৭ টাকা। বিক্রেতারা যেন সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে পারেন সে ব্যাপারে পর্যবেক্ষণ বাড়াতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

রাশেদ বিন শফিক, রাজনগর, মৌলভীবাজার

বিষয় : চিঠিপত্র

মন্তব্য করুন