- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন
দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা - সমকাল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।
রোববার বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, জনসাধারণের কথা না ভেবেই সবকিছুর মূল্যবৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছে ব্যবসায়ীরা। এই অবস্থা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। বাজার নিয়ন্ত্রণসহ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুনাফালোভী ব্যবসায়ীদের দৌরাত্ম্য থামানো প্রয়োজন। এক্ষেত্রে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ববি শিক্ষার্থী জামান কবির, সুজন মাহমুদ, অনিকা সরকার, মাসুদ রানা, সুজয় শুভ, মাহমুদ হাসান প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
মন্তব্য করুন