পুরান ঢাকার সব নাগরিকের সমস্যা সমাধান করে শিগগিরই একে নতুন শহরের আদলে সাজানো হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ ও ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম।

তিনি বলেন, পুরান ঢাকায় অপরিকল্পিতভাবে নির্মিত অনেক ভবনেরই বয়স ১০০ বছরের বেশি। এরমধ্যে বেশির ভাগই সময়োপযোগী নয়। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও অনেক সংকীর্ণ। পুরান ঢাকার চলমান এসব নাগরিক সমস্যার সমাধান করে শিগগিরই নতুন শহরের আদলে সাজানো হবে।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও পুনঃউন্নয়ন: কর্তৃপক্ষের করণীয় ও বিশেষজ্ঞ ভাবনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন তিনি। ঢাকায় কর্মরত সেবাখাতের সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এর আয়োজন করে।

পুরান ঢাকার সমস্যাগুলো চিহ্নিত করে এর সমাধানের জন্য বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে আশরাফুল ইসলাম বলেন, পুরান ঢাকার মূল সমস্যার মধ্যে অকার্যকর রোড নেটওয়ার্ক, অপর্যাপ্ত পানি সরবারাহ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, অপর্যাপ্ত নাগরিক উন্মুক্ত স্থান, উচ্চ ঘনত্বের জনসংখ্যা ও নিম্নমানের জীবনযাত্রা অন্যতম। অপরিকল্পিত, ঘনবসতিপূর্ণ, অপ্রতুল নাগরিক সুবিধাদি সম্পন্ন এ এলাকার বাসিন্দাদের চাহিদা ও ঐকমত্যের ভিত্তিতে পর্যাপ্ত নাগরিক সুবিধা সম্পন্ন একটি পরিকল্পিত এলাকা হিসাবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এতে করে সীমিত ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাবে।

প্রবন্ধে প্রস্তাব করা হয়, নগর পুনঃউন্নয়নের জন্য পুরান, জরাজীর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণ করতে হবে। এর মাধ্যমে ভূমির যথাযথ উন্নয়নে পর্যাপ্ত খোলা জায়গা তৈরি করা যাবে। যেখানে পার্ক, খেলার মাঠ, নাগরিক সুবিধাদি, প্রশস্ত রাস্তা প্রভৃতির সংস্থান করা যাবে তবে এ ক্ষেত্রে হেরিটেজ হিসেবে বা অন্যান্য দৃষ্টিকোণ থেকে বেশ কিছু স্থাপনা সংরক্ষণও করা যেতে পারে।

পুরান ঢাকাকে নতুন করে সাজাতে রাজউক প্রণীত খসড়া আরবান রিডেভেলপমেন্ট (নগর পুনঃউন্নয়ন) প্রকল্প দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন উল্লেখ করে প্রবন্ধে তিনি বলেন, পুরান ঢাকার নাজিমউদ্দীন ও বকশি বাজার-চকবাজার রোড অন্যতম দুইটি প্রবেশদ্বার। রাজউক প্রণীত ড্যাপে এ দুটি রাস্তাকে ৬০ ফুট প্রশস্তকরণের প্রস্তাবনা আছে। প্রকল্প ফলপ্রসূ করার জন্য রাস্তা দুটিকে জরুরি ভিত্তিতে প্রশস্তকরণের উদ্যোগ নিতে হবে। এছাড়া সুবিধাজনক স্থান চিহ্নিত করে প্রকল্প চলাকালীন সময়ে প্রকল্পভুক্ত নাগরিকদের অন্তর্বর্তীকালীন আবাসন ব্যবস্থা প্রকল্পের আওতায় নিশ্চিত করতে হবে।

ডুরার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ফজলে রেজা সুমন, সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান, আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম, সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক, হেরিটেজ বিশেষজ্ঞ স্থপতি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় নগর-পরিকল্পনা বিভাগের অ্যালামনাই আয়েশা সাঈদ।