- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের
দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (৫০) নামে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত লিটন যশোর জেলার কতোয়ালী উপজেলার চুরমনকাটি গ্রামের বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন