- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত আরও ২ লাখ মানুষ
উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত আরও ২ লাখ মানুষ

ছবি: রয়টার্স
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে উত্তর কোরিয়ায় আরও দুই লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ তথ্য জানায় রয়টার্স।
গত সপ্তাহে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়।
এর পর থেকে দেশটিতে ওষুধের স্বল্পতা, অপর্যাপ্ত চিকিৎসা অবকাঠামো ও খাদ্য সংকটের কারণে এ রোগ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটি বাইরের দেশগুলোর সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বন্ধ রেখেছে তার সীমান্ত।
রাষ্ট্রীয় জরুরি মহামারি প্রতিরোধ সদর দপ্তরের বরাতে কেসিএনএ জানায়, শুক্রবার সন্ধ্যার হিসাবে, অন্তত দুই লাখ ১৯ হাজার ৩০ জনের মধ্যে জ্বরের লক্ষণ দেখা গেছে। এ পর্যন্ত জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা ২৪ লাখ ৬০ হাজার ৬৪০ জন। মারা গেছেন ৬৬ জন।
তবে সংবাদমাধ্যমটি কতজন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তা জানায়নি।
অপর এক প্রতিবেদনে কেসিএনএ জানায়, করোনা পরিস্থিতি ও প্রতিরোধের কার্যক্রম পর্যালোচনার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার ভোরে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রভাবশালী পলিটব্যুরোর সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেছেন।
বৈঠকে কিম ভাইরাস প্রতিরোধী কার্যক্রমের ‘ইতিবাচক অগ্রগতি’র প্রশংসা করেছেন।
এ ছাড়া ‘মহামারির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের সুযোগকে কাজে লাগাতে’ ক্রমাগত সমন্বয় ও আশাবাদী নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন শীর্ষ নেতা।
তবে কোথায় কিম অগ্রগতি দেখলেন সে বিষয়ে কেসিএনএ কিছু জানায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে কোনো টিকাকরণ কার্যক্রম চলমান নেই, করোনা শনাক্তে পরীক্ষার সক্ষমতাও সীমিত এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যও অসম্পূর্ণ। ফলে দেশটিতে করোনার তাণ্ডব সম্পর্কে মূল্যায়ন কঠিন হতে পারে।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে, উত্তর কোরিয়ার ২৫ মিলিয়ন মানুষের জন্য ‘ভয়াবহ’ পরিণতি অপেক্ষা করছে।
অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা লাগামহীনভাবে ছড়িয়ে পড়লে নতুন নতুন মারাত্মক ধরন দেখা দিতে পারে।
মন্তব্য করুন