নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসনচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সফররত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। গতকাল মঙ্গলবার দুপুরে তিনিসহ ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে হেলিকপ্টারে ভাসানচর পৌঁছায়।

প্রতিনিধি দলে আরও ছিলেন জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক ব্যুরোর পরিচালক ইন্দ্রিকা রেটওয়াট, বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানন্স ফন ডের ক্লাও, হার্ভ দে ভেলিরোছ, ব্রুনো স্টোইজি, আলেক জান্দ্রে, এসটি ডেনিস হোল, মিসেস নিন্ডা পিছিলা এনজোকি মুরিউকি, তৌফিক হাসান, নাজমুল হুদা, মিয়া মাইনুল কবির, কমডোর এম রাশেদ ছাত্তার, আবদুল্লাহ বিন মাহবুব। পরিদর্শনকালে তাঁরা আশ্রয়ণ কেন্দ্রের বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের খোঁজখবর নেন। বিকেলে তারা ঢাকার উদ্দেশে রওনা করেন।

ভাসানচর থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক জানান, দুপুরে হেলিকপ্টারে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে অবতরণ করে। এ সময় তাঁদের ভাসানচরের কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্বাগত জানান। এরপর তাঁরা বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ও তাদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কথা বলেন।