মাগুরায় অবৈধ ও অনিবন্ধিত সাতটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টার বন্ধে করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার সকালে সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বৈধ কোনো কাজগপত্র না থাকায় এসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়।

বন্ধ হওয়া অবৈধ প্রতিষ্ঠানগুলো হচ্ছে- শহরের ভায়না এলাকায় রোকেয়া প্রাইভেট হাসপাতাল, একতা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, নিরাময় প্রাইভেট হাসাপাতাল, রিফাত ফার্মেসি, শাহানা মেডিকেল সাভির্সেস, অরো ডেন্টাল কেয়ার ও সুখী নীলগঞ্জ প্রজেক্ট।

সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশের মতো মাগুরা জেলাজুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এর তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছে। যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন বা বৈধ কাগজপত্র নেই সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।