- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- শিক্ষার্থীদের দিয়ে উকুন তোলার ঘটনা তদন্তে কমিটি
শিক্ষার্থীদের দিয়ে উকুন তোলার ঘটনা তদন্তে কমিটি

ঝিনাইদহের কালীগঞ্জ ফুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা ইয়াসমিনের বিরুদ্ধে ওঠা তদন্ত কমিটি হয়েছে। ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষার্থীদের দিয়ে তার মাথার উকুন তুলে নেন, ক্লাসের সময় ঘুমান।
সমকালসহ বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশের পর সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘটনা তদন্তে কমিটি গঠন করে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিন আক্তারকে (মল্লিকপুর ক্লাস্টার) প্রধান করে তিন সদস্যের কমিটিতে সহকারী শিক্ষা অফিসার শাহিনুর রহমান ও মাজেদুর রহমানকে সদস্য করা হয়েছে। এ কমিটি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু জানান তিনি সংবাদমাধ্যমে ফুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডের সংবাদ দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছেন। অভিযোগের সত্যতা মিললে প্রধান শিক্ষিকা আনোয়ারা ইয়াসমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গত ২৬ জুন 'শ্রেণিকক্ষে উকুন তুলে নিচ্ছেন প্রধান শিক্ষিকা, ক্লাসের সময় ঘুমান' শিরোণামে সমকাল অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়।
মন্তব্য করুন