- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- আ'লীগের আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার
আ'লীগের আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার

চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন'- এ প্রতিপাদ্যে আগামীকাল শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) দু'দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হবে। শেষ হবে পরদিন শনিবার।
গতকাল বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উত্থাপন করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী আবদুস সবুর। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। এ সময় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী আবদুস সবুর বলেন, সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, জাপান, চীন, অস্ট্রেলিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও সিংগাপুর থেকে গবেষকরা শতাধিক নথি জমা দিয়েছেন। সম্মেলন থেকে উঠে আসা সুপারিশমালা আওয়ামী লীগের দপ্তর ও রিসার্চ সেল এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
শুক্রবার সকাল ১০টায় আইইবি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে সকাল সোয়া ১১টায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্মেলনের প্রথম মূল প্রবন্ধ এবং দুপুর ১২টায় থাইল্যান্ডের এআইটির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. জয়শ্রী রায় দ্বিতীয় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইইবির ৯টি ভেন্যুতে আলাদা টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন শনিবার আইইবির কাউন্সিল হলে সকাল ১০টায় তৃতীয় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। দুপুর ২টা ২০ মিনিটে চতুর্থ এবং শেষ মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ ছাড়া সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৯টি ভেন্যুতে আলাদা টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় আইইবি মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিম লীর সদস্য মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্তব্য করুন