- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা লাভ
ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা লাভ

ইসরাইলের সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর ডানপন্থি মিত্ররা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
ইসরাইলের অধিভুক্ত পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার পটভূমিতে মঙ্গলবার এই ভোট অনুষ্ঠিত হয়। এএফপির তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে অন্তত ৩৪ ফিলিস্তিনি এবং তিনজন ইসরাইলি ওই অঞ্চলে নিহত হয়েছে।
৭৩ বছর বয়সী নেতানিয়াহু ১৪ মাস বিরোধী দলে থাকার পরে আবার প্রধানমন্ত্রী পদে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। দুর্নীতির মামলায় তাঁর বিচার চলছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
নেতানিয়াহু ইতোমধ্যে নতুন সরকার গঠনের বিষয়ে জোটের অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আগামী সপ্তাহে নেতানিয়াহুকে সরকার গঠনের জন্য ৪২ দিন সময় দেবেন। নেতানিয়াহু ইসরাইলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন