- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ
ঢাবিতে অ্যাডাম স্মিথ বক্তৃতা
সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ

সহযোগিতা, প্রতিশ্রুতি ও সহমর্মিতা ছাড়া সমাজ টিকতে পারে না। সামাজিক সুরক্ষা ও কল্যাণে সরকারের কর্মসূচি এবং বরাদ্দ আরও বাড়াতে হবে। কারণ সংকটের সময় বাজার ব্যবস্থা শুধু সচ্ছল মানুষের অনুকূলে থাকে। বাকি মানুষ সমস্যায় পড়েন। তাঁদের জন্য থাকতে হবে প্রয়োজনীয় উদ্যোগ।
অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে সিমীন মাহমুদ স্মৃতি পরিষদ ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সহযোগিতায় বাঙলার পাঠশালা ফাউন্ডেশন 'অ্যাডাম স্মিথ ও স্মিথের ভক্তি :বুদ্ধিমান নাকি চতুর' শীর্ষক ওই বক্তৃতার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, বর্তমান অর্থনীতির অর্থে অ্যাডাম স্মিথ অর্থনীতিবিদ নয়। তিনি বলেন, অ্যাডাম স্মিথের লেখায় আমরা এখন অর্থনীতি বলতে যা বুঝি, তা নয়। এর ভেতরে সমাজবিজ্ঞান আছে, ইতিহাসও আছে।
অনুষ্ঠানে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ইমিরেটাস অধ্যাপক ড. সেলিম রশীদ। এ ছাড়া অনুষ্ঠানে অ্যাডাম স্মিথের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক ও বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের সভাপতি আহমেদ জাভেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
মন্তব্য করুন