- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- শিষ্টাচার শেখাতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীকে: হুইপ স্বপন
শিষ্টাচার শেখাতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীকে: হুইপ স্বপন

আওয়ামী লীগ নেতাকর্মীকে শিষ্টাচার শেখাতে হবে বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, আমরা এত আদর্শিক রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও পরবর্তী প্রজন্মকে চিষ্টাচার শিখাচ্ছি না। তাই আমাদের মধ্য থেকে সম্মানবোধ ও ভদ্র আচরণ উঠে যাচ্ছে। আওয়ামী লীগ কেমন জানি বিএনপি বিএনপি হয়ে যাচ্ছে, জাতীয় পার্টি জাতীয় পার্টি হয়ে যাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানাহ উল্লাহ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, এমপি মাহমুদুর রহমান বেলায়েত, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ।
মন্তব্য করুন