'গৌরবের পঞ্চাশে, মিলি প্রাণের উচ্ছ্বাসে' প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার বিভাগের ৫০ বছর পূর্তির এই উৎসব নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন স্মরণীয় মুহূর্ত।

তিন পর্বের বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে এ উৎসব। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। দিনব্যাপী এ উৎসবে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য বেনু কুমার দে। অনলাইনে অনুষ্ঠানের স্মারক বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিষ কুমার পানিগ্রাহী।
উপ-উপাচার্য বেনু কুমার দে বলেন, পৃথিবীতে যেভাবে প্রাণি ভারসাম্য নষ্ট হচ্ছে, গাছপালা নষ্ট হচ্ছে, তাতে আমরা খুবই চিন্তিত। এসব ভারসাম্য ফিরিয়ে আনতে প্রণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে।
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল কিবরীয়া বলেন, চবির ঐতিহ্যবাহী বিভাগের ৫০ বছর পূর্তির মিলনমেলায় হাজারো নবীন-প্রবীণ একত্রিত হয়েছে। এদের মাঝে রয়েছে দেশের বর্তমান স্বনামধন্যরা। এদের মাঝে রয়েছে দেশের ভবিষ্যৎ।
সভায় আরও বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৌহিদ হোসেন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আলী আজাদী (অব.), অবসরপ্রাপ্ত সচিব ড. অপরূপ চৌধুরী, জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতিসহ মোট ৩১ জনকে সম্মাননা প্রদান করা হয়। এরপর দুপুরের পর অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।