চারটি ভিত্তির ওপরে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজকের শিক্ষার্থীরাই চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তারা উদ্যোক্তা হয়ে সরকারকে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বপ্ন পূরণের সারথি।

নাটোরের সিংড়ায় ১২ দিনব্যাপী 'চলনবিল শিক্ষা উৎসব-২০২৩' এর অষ্টম দিনে আজ শুক্রবার ১৬ ক্যাটাগরিতে ১ হাজার ৬৫৯ জনকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিংড়ার রত্ন সম্মাননা দেওয়া হয় হাইকোর্টের বিচারপতি, সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের সন্তান ফাহমিদা কাদের ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, সিংড়া উপজেলার নিমাকদমা গ্রামের সন্তান জাকিয়া সুলতানাকে।

প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ব্যয়কে খরচ নয় বিনিয়োগ বলেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তিনির্ভর শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দেন। এতে বদলে গেছে বাংলাদেশ। গত ১৪ বছরে তথ্যপ্রযুক্তি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ধারাবাহিক পথপরিক্রমায় এখন আমরা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছি।

তিনি বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ- এই চারটি ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় মাইক্রোপ্রসেসর ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিকস ও সাইবার সিকিউরিটি- এই চারটি প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।