ছয়টি আসনের উপনির্বাচনে ভোটারের উপস্থিতি ৫ শতাংশের বেশি ছিল না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, বুধবারের (১ ফেব্রুয়ারি) উপনির্বাচনে তাদের হিসাব অনুযায়ী ভোটারের উপস্থিতির হার ১৫ থেকে ২৫ শতাংশ। আর আমাদের হিসাবে এটা ৫ শতাংশের বেশি না। একেবারে ২০১৪ সালের জাতীয় নির্বাচনের মতো অবস্থা। ভোটকেন্দ্রে কুকুর শুয়ে ছিলো, মানুষ ছিলো না। নির্বাচন ব্যবস্থাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শুধু জাপানকে কেনো আমরা বহু দেশকে চিঠি দিয়েছি। এটা সত্য। আমরা তো তা অস্বীকার করছি না। আওয়ামী লীগের চলমান শাসন ব্যবস্থা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, দুর্নীতি-লুটপাট চালিয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করছে, খুন করছে, প্রতিমুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে, এগুলা আমরা সারা পৃথীবিকে জানিয়েছি। 

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, মুনির হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব আমিনুল হক, মহানগর বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, যুবদলের মামুন হাসান,  স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।