আদালতের নিষেধাজ্ঞা মুক্ত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘নির্বাচনী জোট মানে বন্ধুত্ব। জোটবদ্ধ হওয়া মানে ক্রীতদাস হওয়া নয়। জোট মানে দাসত্ব নয়। সরকারের সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহিতা নয়। অনেকেই সরকারের বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহ মনে করেন। সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।’

মঙ্গলবার রাজধানীর বনানী কার্যালয়ে কুমিল্লা জেলা জাপার সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, তার দলের রাজনীতি দেশের মানুষের জন্য। তারা কথা যা বলেন, মানুষের স্বার্থেই বলছেন। দেশের মানুষের পক্ষে সরকারের ভুলক্রুটি ধরিয়ে দিতে সমালোচনা করছেন।

নিষেধাজ্ঞার তিন মাস পর রাজনীতিতে ফেরা জি এম কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ভালো কাজের মূল্য দিতে হয়। ভালো কাজ করতে গেলে জুলুম-নির্যাতন আসবেই। সব বাধা উপেক্ষা করে আমরা গণমানুষের পক্ষেই কথা বলবো। সম্মান আর ভালোবাসার জন্য রাজনীতি করি। টাকা বা লোভ-লালসা জাতীয় পার্টির রাজনীতি নয়।’

সভায় আরও বক্তৃতা করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা মহানগরের আহ্বায়ক রওশন আরা মান্নান, দক্ষিণ জেলার আহ্বায়ব এয়ার আহমেদ সেলিম, সদস্য সচিব হুমায়ুন কবির মুন্সি প্রমুখ। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা।