বিপিএলে আজ ছিল লিগপর্বের শেষ দিন। ভাষার এই মাসকে ঘিরে বিশেষ আয়োজন করা হয়েছে বিপিএলে। বাংলা বর্ণমালা লেখা পাঞ্জাবি পরে আজ শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে নেমেছিলেন ধারাভাষ্যকাররা। আতহার আলী খান, কাটর্লি অ্যামব্রোস, আমির সোহেল, শামিম আশরাফ চৌধুরীদের পরনে ছিল কালো পাঞ্জাবি। 

এই শ্রদ্ধা জানানো শুধু পোশাকেই সীমাবদ্ধ ছিল না। আতাহার আলী, শামীম আশরাফ ও সমন্বয় ঘোষ বাংলায় ধারাভাষ্য দিয়েছেন। আমির সোহেল, অ্যামব্রোসরাও মাঝেমধ্যে বাংলা শব্দ ব্যবহার করেছেন।

কুমিল্লা-রংপুর এবং বরিশাল-খুলনা ম্যাচের খেলোয়াড় ও আম্পায়াররা বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহুবন্ধনী পরে মাঠে নামেন। ধারাভাষ্যকারদের মধ্যে আতাহার আলী খান পাঞ্জাবির বাহু দুটি ছিল সাদা কাপড়ের। তবে অ্যামব্রোস পুরো কালো কাপড়ের পাঞ্জাবি পরেন। এমনকি তার পাঞ্জাবির বাংলা বর্ণমালাগুলোও ছিল হালকা কালো রঙের। 

তিন ধারাভাষ্যকার শামীম আশরাফ, রোশান অ্যাবেসিংহে, হিলটন অ্যাকেরম্যানের পাঞ্জাবি পুরো কালো রঙের হলেও সেখানে বাংলা বর্ণগুলো ছিল সাদা রঙের। এ ছাড়া আমির সোহেল ও সমন্বয় ঘোষের কালো পাঞ্জাবির কলারটা ছিল কেবল সাদা। আর বিপিএলের সঞ্চালক ও ভারতীয় অভিনেত্রী পামেলা সিংহের পরনে ছিল কালো পাড়ের সাদা শাড়ি। তিনি ম্যাচের মাঝখানে কুমিল্লার মুকিদুল ইসলামের সাক্ষাৎকারও নেন বাংলায়। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় কুমিল্লার তানভীর ইসলাম বাংলায় কথা বলেন।

এছাড়া মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপিএল আজ বাংলাময়। বড় পর্দায় ভেসে উঠছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো নানা লেখা।