- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ ড্যানিশ রাষ্ট্রদূত
টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ ড্যানিশ রাষ্ট্রদূত

তেঁতুলিয়ার দর্জিপাড়ায় বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্র্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন- সমকাল
বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর আমন্ত্রণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্র্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন। সোমবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় পৌঁছলে টিউলিপ ফুল দিয়ে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান স্থানীয় ফুলচাষিরা। এ সময় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর ডাচ্ নাগরিক আর্নো হ্যামেলিয়ার্স তাঁর সঙ্গে ছিলেন।
সূর্যের আলো ও তাপ নিয়ন্ত্রিত বিশেষ শেডের নিচে টিউলিপ বাগানে প্রবেশ করে এ দিন ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বাংলাদেশের মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশের সীমান্ত অঞ্চলে শীতের দেশের ফুল টিউলিপের চাষ হতে পারে দেখে তিনি অভিভূত।
দেশের সর্ব উত্তরে শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার এবার দ্বিতীয়বারের মতো ক্ষুদ্র চাষিদের মাধ্যমে দুই একর জমিতে টিউলিপের চাষ হয়েছে। টিউলিপ উৎপাদনের এ উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।
প্রকল্পতে আর্থিক সহায়তা দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সম্প্রতি স্থানীয় কৃষকের লাগানো চারায় ১০ প্রজাতির বাহারি টিউলিপ ফুল ফুটেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক এ টিউলিপ বাগান দেখতে ভিড় করছেন দর্জিপাড়ায়। ডেনমার্কের রাষ্ট্রদূত টিউলিপ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ইএসডিও এবং পিকেএসএফের উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইফাদ কর্মকর্তা দেওয়ান আলমগীর, পিকেএসএফের সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ড. আকন্দ রফিকুল ইসলাম, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফের ভ্যালুচেইন স্পেশালিস্ট রাফিজুল ইসলাম মণ্ডল, তেঁতুলিয়ার ইউএনও সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া থানার ওসি আবু সাঈদ চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন