- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- বাংলাদেশের প্রবৃদ্ধি ভারত-পাকিস্তানকে পেছনে ফেলেছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
বাংলাদেশের প্রবৃদ্ধি ভারত-পাকিস্তানকে পেছনে ফেলেছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ছবি: ফাইল
বাংলাদেশের যে প্রবৃদ্ধি হচ্ছে, তা ভারত ও পাকিস্তানকেও পেছনে ফেলেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, দেশকে উন্নয়নের চূড়ায় নিয়ে যেতে যে রূপকল্পের কথা বলা হয়েছিল, তা বাস্তবায়নে আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে ইতোমধ্যে সফলতা অর্জন করেছি। আর অন্যান্য বিষয় নিয়ে কাজ চলছে।
শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালে সোনার বাংলা গড়তে যে রূপকল্প প্রণয়ন করা হয়েছে, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। জলবায়ু প্রতিরোধের জন্য ১০০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেটির বাস্তবায়নও চলছে।
মন্তব্য করুন