- সম্পাদকীয় ও উপসম্পাদকীয়
- ইউএনডিপির প্রকল্প পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের
ইউএনডিপির প্রকল্প পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

রাঙামাটিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে চলমান কয়েকটি প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের নেতৃত্বে প্রতিনিধি দল। রোববার দলটি কাপ্তাই উপজেলার ডলুছড়ি এলাকায় গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) প্রকল্প পরিদর্শনে যান। পরে বন বিভাগের বিভাগীয়, রেঞ্জ ও বিট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় চট্টগ্রাম বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন র্কমর্কতা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তা সালেহ মো. শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রতিনিধি দলটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম, পরিষদগুলোর কার্যপ্রণালী, হস্তান্তরিত বিভাগগুলোর সঙ্গে সম্পর্ক ও জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত বিদেশি সাহায্যে পরিচালিত প্রকল্পগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য নেন।
পরিষদের চেয়ারম্যান জানান, ভিসিএফ প্রকল্পটি স্থানীয়দের সরাসরি অংশগ্রহণে প্রাকৃতিক উপায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং খাপ খাইয়ে নিতে বিশেষ ভূমিকা রাখছে। তিনি প্রকল্পের মেয়াদ বাড়াতে রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন।
এ সময় ইউএসএইড, এসআইডি, সিএইচটি ও ইউএনডিপির কর্মকর্তারা ছাড়াও জেলা পরিষদের পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, নিউচিং মারমা, ঝর্ণা খীসা, আছমা বেগম, নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন